শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ঢাবিতে ছাত্রদলের ৩ কর্মীকে মারধর

ঢাবিতে ছাত্রদলের ৩ কর্মীকে মারধর

শেয়ার করুন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ নাশকতাকারী সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৩ ছাত্রদল কর্মীকে মারধর করে পুলিশে দিয়েছেন ছাত্রলীগ কর্মীরা। মারধরের শিকার ছাত্রদল কর্মীরা হলেন- কবি জসিম উদ্দিন হলের ছাত্র শহীদুল, শুভ্র ও এসএম হলের সোহেল। তিনজনই মাস্টার্সের শিক্ষার্থী।

শুক্রবার রাত ১২টার দিকে কবি জসিম উদ্দীন হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের মারধর করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বিসিএস পরীক্ষা দিয়ে এসে ক্যাম্পাসে ঘুরতে বের হন তিনজন। তাদের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) সামনে ঘুরতে দেখে নাশকতাকারী সন্দেহে ছাত্রলীগের জসিম উদ্দিন হল শাখার নেতাকর্মীরা ধরে হলে এনে মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেন।

ছাত্রলীগের জসিম উদ্দিন হল শাখার সাধারণ সম্পাদক বিএম এহতেশাম বলেন, ‘তারা তিনজনই স্বীকৃত ছাত্রদল কর্মী। তাদের এর আগে হল থেকে বের করে দেয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এম আমজাদ আলী বলেন, ‘তাদের গভীর রাতে আইইআর ইনস্টিটিউটের সামনে থেকে ছাত্রলীগের কর্মীরা ধরে পুলিশে দিয়েছে বলে জানতে পেরেছি। তবে তাদের বিরুদ্ধে নাশকতার প্রমাণ পাওয়া না গেলে ছেড়ে দেয়া হবে।’