রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শালকের বিরুদ্ধে রিয়ালের জয়

শালকের বিরুদ্ধে রিয়ালের জয়

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের গড়া টানা ১০ জয়ের রেকর্ডে ভাগ বসালো রিয়াল মাদ্রিদ। এক মাসের গোল খরা কাটিয়ে আবারো পরিচিত ভঙ্গিমায় ক্রিশ্চিয়ানো রোনালদো। তাতেই সর্বনাশ শালকের। বুধবার ইউরোপ সেরা প্রতিযোগিতার প্রি-কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে জার্মান দল শালকে ২-০ ব্যবধানে হারিয়েছে কার্লো আনচেলাত্তির প্রশিক্ষণাধীন দল।
ভেলটিস অ্যারেনায় প্রথমার্ধের ২৬ মিনিটে প্রতিপক্ষের গোলমুখ খোলে রিয়াল। বক্সের বাম প্রান্ত থেকে স্প্যানিশ ডিফেন্ডার ড্যানি কারভেজালের নিকট থেকে বল পেয়ে হেডারে লক্ষ্যভেদ করেন রোনালদো। চ্যা্ম্িপয়নস লিগে এটা সিআরসেভেনের ৭৩তম গোল। এরপর বিরতি থেকে ফিরে শেষ বাঁশি বাজার ১১ মিনিট আগে ক্রিশ্চিয়ানোর নিকট থেকে বল পেয়ে স্কোরলাইন ২-০ করেন রিয়ালের ব্রাজিলিয়ান ফুলব্যাক মার্সেলো। অবশ্য দিনের শুরুটা করেছিল শালকেই। কিন্তু হান্টেলারদের গোল প্রচেষ্টা কখনো মন্দ ভাগ্যে আর কখনো সাইড নেটিংয়ে সমাপ্তি ঘটে।
২০১৩ সালের নভেম্বরে পৃথিবীর প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগে টানা ১০ জয়ের রেকর্ড গড়েছিল বায়ার্ন। মস্কোকে হারিয় সেই কীর্তি গড়েছিল জুপ হেইঙ্কেসের শিষ্যরা। বুধবার শালকেকে হারিয়ে পৃথিবীর দ্বিতীয় দল হিসেবে পুরনো সেই রেকর্ডে ভাগ বসালো রিয়াল। প্রসঙ্গত, চ্যাম্পিয়নস লিগে দিনের অন্য ম্যাচে বাসেল ও পোর্তো ম্যাচটি ১-১ গোলে অমিমাংসিত থাকে। স্বাগতিক বাসেলের পক্ষে প্রথমে গোল করেন ডারলিস গঞ্জালেস। পরে প্যারাগুয়ে স্ট্রাইকারের গোল শোধ দেন পোর্তোর ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো।