বাংলাভূমি২৪ ডেস্ক ॥ চলমান অবরোধ ও রাজনৈতিক অস্থিরতায় পরিবহণ সঙ্কটের কারণে গ্রাহক পর্যায়ে চালের দাম বেড়ে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, বড় দুটি শহর ঢাকা ও চট্টগ্রামে এখন চালের কেজি প্রতি ২ থেকে ৩ টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে গ্রাহককে।
দেশটিতে চালের সবচাইতে বড় সরবরাহ আসে উত্তরাঞ্চলীয় জেলা নওগাঁ থেকে।
এই জেলায় চাল সরবরাহের জন্য সত্তরটির মতো বড় আড়তের পাশাপাশি হাজার খানেক চালকল রয়েছে।
নওগাঁর একজন চালের আড়ৎদার হান্নান হাসান বকুল বিবিসি বাংলাকে বলেছেন, ‘চালের কোনও অভাব নেই। কিন্তু আমরা মোকাম বা বিক্রয়কেন্দ্রে পাঠাতে পারছি না। ফলে দেখা যাচ্ছে আড়তে চাল মজুদ হয়ে যাচ্ছে। আর মোকামে সংকট দেখা দিচ্ছে’।
তিনি বলেন, ‘মূলত রাজনৈতিক অস্থিতিশীলতার কারণেই এই পরিস্থিতি। আমরা ঠিকমত গাড়ি পাচ্ছি না। যাও পাচ্ছি সেখানে দ্বিগুণ-তিনগুণ ভাড়া গুনতে হচ্ছে। ট্রাকের মালিকেরা ট্রাক ভাড়া দিতে রাজি হলেও চালকেরা আসতে রাজি হচ্ছে না। যারা আসতে রাজি হচ্ছে তারা ঝুঁকি ভাতা দাবি করছে। সব মিলে চাল পরিবহণ করতে গিয়ে কেজিতে ২/৩ টাকা খরচ বেড়ে যাচ্ছে। এ কারণেই দাম বাড়তি’। বিবিসি বাংলা।