স্পোর্টস ডেস্ক ॥ ক্রিস্টিয়ানো রোনালদো লাল কার্ড দেখলেও স্প্যানিশ লা লিগায় জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার তারা ২-১ গোলে হারায় করদোবাকে। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩ মিনিটে পিছিয়ে যায় রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে গোলটি করেন নাবিল ঘিলাস। ২৭ মিনিটে সমতায় ফেরে কোচ কার্লো আনচেলত্তির দল। গ্যারেথ বেলের পাস থেকে গোলটি করেন ফরাসি তারকা করিম বেনজেমা। ৮২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ক্রিস্টিয়ানো রোনালদো। করদোবার এডিমারকে হাত দিয়ে আঘাত করায় মাঠ ছাড়তে হয় বর্তমান বর্ষসেরা ফুটবলারকে। ৮৭ মিনিটে বেলের ফ্রিকিকে কোরদোবার নিকোলাস কারতাবিয়া হাত দিয়ে রুখলে পেনাল্টি পায় রিয়াল। এ কারণে নিকোলাস লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় স্বাগতিকরাও। আর পেনাল্টি থেকে রিয়াল মাদ্রিদের জয় সূচক গোলটি করেন গ্যারেথ বেল।
লা লিগায় করদোবার লাল কার্ড দেখে হতাশ সিআর সেভেন বেশ ক্ষোভের সঙ্গে মাঠ ছাড়েন ৷
শুরু থেকে চেষ্টা করলেও ৮২ মিনিট পর্যন্ত গোল করতে পারেননি রোনাল্ডো ৷ গোল না করতে পারার হতাশাতেই কিনা ৮২তম মিনিটে মেজাজ হারিয়ে চরম ভুল করে বসেন রোনাল্ডো। প্রতিপক্ষের ব্রাজিলের ডিফেন্ডার এদিমারকে লাথি মারায় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী তারকাকে।– ওয়েবসাইট।