বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > খালেদার সঙ্গে সাক্ষাতে পুলিশের বাধা

খালেদার সঙ্গে সাক্ষাতে পুলিশের বাধা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : পুলিশের বাধায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারলেন না এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাবের) নেতারা।

শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশান রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে যান সংগঠনটির নেতারা।
এসময় উপস্থিত সাংবাদিকদের সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, ‘আমরা বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলাম। কিন্তু পুলিশী বাধার কারণে আমরা বেগম জিয়ার সঙ্গে দেখা করতে পারলাম না। তবে বেগম খালেদা জিয়া ঘোষিত অবরোধ কর্মসূচিতে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আর আন্দোলন সফল আমাদের সমর্থনন থাকবে।’
তিনি ২০ দলীয় জোট ঘোষিত আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।
এসময় সংগঠনের আহ্বায়ক আনোয়ার-উন-নবী মজুমদার , শেষে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. শাহানাজ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।