স্টাফ রিপোর্টার ॥ হরতাল-অবরোধের মতো নেতিবাচক কর্মসূচি থেকে বিরত রাখতে আইনের আশ্রয় নেবেন দেশের ব্যবসায়ীরা। দেশের অর্থনীতির স্বার্থে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ।
রাজনৈতিক দলগুলোর মধ্যে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট উত্তরণে একটি সমঝোতা ও সমাধানের পথ বের হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শনিবার বিকেলে মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন। চলমান অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে কাজী আকরাম বলেন, ‘আমাদের (ব্যবসায়ীদের) পিঠ দেওয়ালে ঠেকে গেছে। দেশের অর্থনীতির স্বার্থে নেতিবাচক রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকার বিষয়ে এফবিসিসিআই সম্ভব হলে আইনের আশ্রয় নেবে।’
হরতাল-অবরোধ কর্মসূচি অর্থনীতির জন্য হুমকিস্বরূপ উল্লেখ করে তিনি বলেন, ‘মধ্য আয়ের দেশে উন্নীত হতে হলে অবশ্যই সংঘাত ও নেতিবাচক রাজনৈতিক কর্মসূচি পরিহার করা উচিত। সমৃদ্ধি অর্জনের গতি অব্যাহত রাখার স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে চলমান রাজনৈতিক সংকট উত্তরণের পথ বের করা হোক- এটাই ব্যবসায়ীদের কামনা।’
আকরাম বলেন, ‘এ কর্মসূচিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবহন, উৎপাদন ও পর্যটন খাত। সব মিলিয়ে পরিবহন খাতে দৈনিক ২০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে।’
এফবিসিসিআই-এর সিনিয়র সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন এবং বর্তমান ও সাবেক পরিচালকরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।