শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > তাজমহল তৈরি শিবমন্দিরের ওপর, দাবি বিজেপি এমপির

তাজমহল তৈরি শিবমন্দিরের ওপর, দাবি বিজেপি এমপির

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
নয়া দিল্লি: তাজমহল নিয়ে বাগযুদ্ধ অব্যাহত। তাজমহল ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়ার দাবি উড়িয়ে বুধবার এক পুরানো বিতর্ক উসকে দিলেন বিজেপি সাংসদ মহন্ত আদিত্যনাথ। তাজমহল শিবমন্দিরের ওপর তৈরি হয়েছিল বলে দাবি করেছেন তিনএদিন গোরক্ষপুরের বিজেপি সাংসদ আদিত্যনাথ বলেন, “তাজমহল নিয়ে সংখ্যালঘুদের নিজস্ব বক্তব্য থাকতে পারে। কিন্তু আমরা বলছি, তাজমহল তৈরি হয়েছিল শিবের মন্দিরের উপর। হিন্দুদের এই মত অবশ্যই গুরুত্ব দিয়ে বিচার করতে হবে।” এর আগেও বেশ কয়েকবার বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন আদিত্যনাথ। আজকের দাবি নতুন কোনো বিতর্ক উসকে দেয় কি না, এখন সেটাই দেখার।

প্রসঙ্গত, ১৩ নভেম্বর সমাজবাদী পার্টির নেতা তথা উত্তরপ্রদেশের মন্ত্রী আজম খান এক বিবৃতিতে তাজমহলকে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন। যদিও আজমের বক্তব্য উড়িয়ে রাজ্য বিজেপি সভাপতি লক্ষ্মীকান্ত বাজপেয়ি দাবি করেন, মুঘল সম্রাট শাহজাহান রাজা জয় সিংহের কাছ থেকে তেজো মহালয়া মন্দিরের জমির একটা অংশ কিনেছিলেন। এহেন দাবির সমর্থনে তথ্যপ্রমাণ আছে বলেও জানান তিনি। তাছাড়া তাজমহল সৌধটি আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই)-র সম্পত্তি, তাই তা ওয়াকফ বোর্ডকে দেওয়া যাবে না বলেও জানিয়ে দেন বাজপেয়ি। কিন্তু রাজ্য বিজেপি সভাপতির বক্তব্যও এবার হারিয়ে গেল মোহন্ত আদিত্যনাথের হুংকারে৷- ওয়েবসাইট