শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > গণপূর্তে ৫ কোটি টাকার বেশি প্রাক্কলিত ব্যয়ের রেকর্ড তলব

গণপূর্তে ৫ কোটি টাকার বেশি প্রাক্কলিত ব্যয়ের রেকর্ড তলব

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ দুই অর্থবছরে ৫ কোটি টাকার বেশি প্রাক্কলিত মূল্যে বাস্তবায়িত প্রকল্পের তথ্য-উপাত্ত চেয়ে গণপূর্ত অধিদপ্তরকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রাতিষ্ঠানিক দুর্নীতি অনুসন্ধানের অংশ হিসেবে বুধবার (২৬ নভেম্বর) দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন। চিঠিতে আগামী ১ ডিসেম্বরের মধ্যে ওই প্রকল্পের তথ্য-উপাত্ত দুদকে সরবরাহ করতে বলা হয়েছে। দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

দুদক সূত্র জানায়, ২০১০-২০১১ এবং ২০১৩-২০১৪ অর্থ বছরে গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়। এ বিষয়ে বিভিন্ন উৎস থেকে অভিযোগ করা হয় দুদকে।
অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক এ দুই অর্থবছরে গণপূর্ত দপ্তরের দেওয়া কার্যাদেশের রেকর্ডপত্র তলব করে।

গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কাছে লেখা চিঠিতে হায়াত মো. ফিরোজের দৃষ্টি আকর্ষণ করা হয়। আগামী ১ ডিসেম্বরের মধ্যে রেকর্ডপত্র সরবরাহ করতে বলা হয়েছে ওই চিঠিতে।