শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > আত্মবিশ্বাস ধরে রাখার জন্য মাশরাফিদের পাশে মনোবিদ!

আত্মবিশ্বাস ধরে রাখার জন্য মাশরাফিদের পাশে মনোবিদ!

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: বছরের শুরুতেই টি২০ বিশ্বকাপের পর টাইগারদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য মনোবিদের ধারস্থ হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিবিসি। এবার বাড়ানোর জন্য নয়, টাইগারদের আত্মবিশ্বাস ধরে রাখার জন্য মনোবিদের ধারস্থ হলো বিসিবি।

হোম সিরিজে সারা বছর ব্যর্থতার মধ্য দিয়ে পার করলেও বছরের শেষে জিম্বাবুয়ের বিপক্ষে স্বরুপে ফিরেছে মুশফিক-মাশরাফিরা। নিজের মাঠে বিশ্বকাপের ব্যর্থতার পর ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেও জনসির শরণাপন্ন হয়েছিলেন মুশফিকরা। ব্যর্থতার কাটিয়ে এখন স্বরুপে ফিরেছে বাংলাদেশ।
জিম্বাবুয়ের বিপক্ষে টানা তিন টেস্ট জয়ের ইতিহাস গড়ার পর চট্টগ্রামে টানা দুটি ওয়ানডেতেও জয় করেছে মাশরাফিরা। ২০১৫ আইসিসি বিশ্বকাপের আগে টাইগারদের আত্মবিশ্বাস যাতে নড়বড়ে হয়ে না যায়, এ জন্যই মনোবিদের ধারস্থ হলেন কোচ হাথুরুসিংহে।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে তৃতীয় ওয়ানডে মাঠে নামবে সাকিব তামিমরা। তার আগের মঙ্গলবার মাশরাফিদের অনুশীলনে হঠাত করেই মনোবিদ জনসির উপস্থিত ছিলো চমকে ওঠার মতোই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান আকরাম খান এ বিষয়ে বলেন,‘ প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়া অনুযায়ী মনোবিদ ফিল জনসিকে আনা হয়েছে।’
বছরের শুরুতে গত ফেব্রুয়ারিতে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর ক্রিকেটারদের আত্মবিশ্বাস ফেরাতে মনোবিদ আলী আজহার খানের ধারস্থ হয়েছেন বিসিবি।