শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ব্রাহ্মণবাড়িয়া বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশনে আগুন টেলিযোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশনে আগুন টেলিযোগাযোগ বন্ধ

শেয়ার করুন

বাংণাভূমি২৪ ডেস্ক ॥

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে অবস্থিত বিটিসিএল মাইক্রোওয়েভ স্টেশনের একটি কক্ষে আগুন লেগে কয়েক কোটি টাকার যন্ত্রাংশ পুড়ে গেছে। এতে জেলার সবক’টি উপজেলার প্রায় চার হাজারেরও বেশি টেলিযোগাযোগ ও ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে সকাল ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের ঘটনা ও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করে বিটিসিএলের উপ-সহকারী প্রকৌশলী মমিনুল হক জানান, সকালে নিচতলার মাইক্রোওয়েভ কক্ষটিতে আগুন লাগে। আধা ঘণ্টার আগুনে কয়েক কোটি টাকার ক্যাবল ও যন্ত্রাংশ পুড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ওয়ালিউল্লাহ জানান, আগুন পুরোপুরি নেভাতে প্রায় ৪০ মিনিট সময় লেগেছে।