শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > পুলিশকে লক্ষ্য করে ককটেল ॥ অর্ধশতাধিক শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

পুলিশকে লক্ষ্য করে ককটেল ॥ অর্ধশতাধিক শিবির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বগুড়া: বগুড়ায় শিবিরের মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনায় অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

শনিবার রাতে বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। ছাত্র শিবির বগুড়া সরকারি আযিযুল হক কলেজ শাখার সভাপতি সামিউল ইসলাম শামিমসহ ১৮ জনকে এজাহার ভুক্ত করে অজ্ঞাত আরো ৫০ জনকে মামলায় আসামি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. ফায়জুর রহমান জানান, পুলিশের কাজে বাধা, ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় শনিবার সকালে আটক ৫ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকাল ৮টার দিকে বগুড়া শহরের স্টেশন রোডে ছাত্র শিবিরের মিছিল বের হয়। পুলিশ মিছিলে ধাওয়া করলে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে শিবিরকর্মীরা। এসময় পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

ঘটনাস্থল থেকে শিবিরের ৫ নেতাকর্মীকে আটক করা হয়। বাংলামেইল