শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > পানির নিচের রেসিং কার!

পানির নিচের রেসিং কার!

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ স্থলভাগে তো বটেই, পানির নিচের মাটি ছুঁয়েও এটি রীতিমতো ঘণ্টায় ১২১ কিলোমিটার বেগে ছুটে যেতে পারবে। হ্যামাশার স্ক্লেমার প্রতিষ্ঠান এমনই এক রেসিংকার বাজারে এনেছে।
এ গাড়ি কোন বর্জ্য সৃষ্টি করে না। কারণ এটি জৈবজ্বালানী চালিত নয়, বরং বিদ্যুৎ চালিত। ইঞ্জিন হিসেবে রয়েছে ৫৪ কিলোওয়াট ১৬০ নিউটনমিটারের তড়িচ্চালিত মোটর। বেগ দান করতে চাকা ছাড়াও এতে রয়েছে দুটো প্রপেলার যেগুলো ঘূর্ণন সৃষ্টি করে গাড়ির সমভরের পানি পেছনে ঠেলে দিতে পারে। এটাকে নৌকোর মতো করেও চালানো যাবে।
জেমস বন্ডের ছায়াছবি ‘দ্য স্পাই হু লাভস মি’ থেকে অনুপ্রাণিত হয়েই প্রতিষ্ঠানটি পানির নিচের এই রেসিংকার তৈরি করেছে। আর এর দাম নির্ধারন করা হয়েছে মাত্র বিশ লাখ মার্কিন ডলার।