শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > হরতালের কথাই ভাবছে জামায়াত

হরতালের কথাই ভাবছে জামায়াত

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর রায় ঘোষণা আগামীকাল বুধবার। এর পরিপ্রেক্ষিতে দলের আমির বিবেচনায় হরতালের কথাই ভাবছে দলটির নীতিনির্ধারণী নেতারা। তবে কোন দিন থেকে কতদিনের হরতাল বা অন্য কোনো কর্মসূচি দেয়া হবে কি না তা নিয়ে আলোচনা করছে দলটির কেন্দ্রীয় নেতারা।
কর্মসূচি প্রসঙ্গে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মতিউর রহমান আকন্দ বলেন, ‘জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীসহ কোনো নেতার বিরুদ্ধে সঠিক রায় দেবে না এই সরকার। বিরোধীদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই ধংসব করতেই এই বিচারের নামে প্রহসন। ক্ষমতার জোরে বিচারের নামে অবিচার করে আদর্শের পতন হবে না। তার মতো জনপ্রিয় নেতাকে নিয়ে ছিনিমিনি খেললে জনগণ প্রতিরোধ গড়ে তুলবে। এখন পর্যন্ত দলীয়ভাবে কর্মসূচি নির্ধারিত হয়নি। দ্রুত আমাদের সিদ্ধান্ত সময়মতো জানানো হবে।’