শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > কোহলির শতক, ভারতের সহজ জয়

কোহলির শতক, ভারতের সহজ জয়

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ প্রথম ওয়ানডেতে জয়ের পর স্বাগতিক ভারতের বিপক্ষে পেরে উঠছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। দ্বিতীয় ওয়ানডের পর শুক্রবার চতুর্থ ওয়ানডেতেও পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েছে সফরকারীরা। ৫৯ রানে জয় পায় বিশ্বচ্যাম্পিয়ানরা। এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়।
শুক্রবার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৬ উইকেটে ৩৩০ রান সংগ্রহ করে ভারত। স্বাগতিকদের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ১১৪ বলে ১৩টি চার ও ৩টি ছক্কায় ১২৭ রান করেন ডানহাতি এই ব্যাটসম্যান। এ ছাড়া রায়না ৭১ ও রাহানে ৬৮ রান করেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন টেইলর, হোল্ডার, রাসেল ও বেন।
পাহাড় সমান তাড়া করতে নেমে ২৭১ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ব্যাট হাতে ক্যারিবিয়ানদের হয়ে একাই লড়াই করেন মারলন স্যামুয়েলস। ১০৬ বলে ১১২ রান করেন স্যামুয়েলস। এজন্য ৯টি চার ও ৬টি ছক্কায় হাঁকান এই অলরাউন্ডার। চলতি সিরিজে এটি তার দ্বিতীয় শতক। স্যামুয়েলস ছাড়াও ড্রারেন ব্রাভো ৪০ ও আন্দ্রে রাসেল ৪৬ রান করেন।
বল হাতে দুটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহাম্মদ স্মামী, আঙ্কর পাটেল ও রবিন্দ্রন জাদেজা।
ম্যাচ সেরা নির্বাচিত হন বিরাট কোহলি।