শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ভারতে পাচারকালে ৯ বাংলাদেশিকে উদ্ধার

ভারতে পাচারকালে ৯ বাংলাদেশিকে উদ্ধার

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা ॥ ভাল কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা সীমান্তে নয় জনকে উদ্ধার করেছে বিজিবি। তাদের মধ্যে দুইজন নারীও রয়েছেন।

শনিবার সকালে তাদের উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, একদল বাংলাদেশিকে ভারতে পাচারের উদ্দেশে ভোমরার সীমান্ত বেড়ির ওপর জড়ো করা হয়েছে এমন খবর পেয়ে একটি টহল দল সেখানে দ্রুত পৌঁছায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
উদ্ধারকৃতদের সবার বাড়ি বরিশাল জেলার উজিরপুর আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামে। পাচারকারীরা তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে বলে জানান তারা।
উদ্ধারকৃতরা হলেন- নিতাই সমাদ্দার, হরিদাস সমাদ্দার, নিঝুম রায়, নিখিল বল্লভ, রাজীব রায়, মন্টু কুমার, প্রভারঞ্জন বল্লভ এবং রানু সরকার ও অবলা রানী।
পরে তাদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।