শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ট্রেনের শিডিউল বিপর্যয়: ভোগান্তিতে ঘরমুখো মানুষ

ট্রেনের শিডিউল বিপর্যয়: ভোগান্তিতে ঘরমুখো মানুষ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: রেলের মারাত্মক শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছে ঘরমুখো যাত্রীরা। শনিবার সকাল থেকে একটি ট্রেনও নির্ধারিত সময়ে স্টেশন ছাড়তে পারেনি। ঢাকা থেকে বিভিন্ন ট্রেন নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা পরে ছেড়েছে।
কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, রাজশাহীগামী ধুমকেতু সকাল ৬টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা ছেড়েছে সকাল ৯টায়। সকাল ৬টা ২০ মিনিটের খুলনাগামী সুন্দরবন এঙপ্রেস ছেড়েছে ৯টা ২০ মিনিটে।
লালমনিরহাটগামী রংপুর এঙপ্রেস সকাল সাড়ে ৮টায় ছাড়ার কথা থাকলেও ট্রেনটি ২টা ৪০ মিনিটেও কমলাপুর পৌঁছেনি। চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এঙপ্রেস সকাল ৭টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও তা সাড়ে ১০টায় ছেড়েছে। সকাল ১০টার দিনাজপুরগামী একতা একপ্রেস কমলাপুর ত্যাগ করেছে ২টায়।
সকাল ৬টার ঢাকা-দিনাজপুর রুটে চলাচলকারী দ্রুতযান এঙপ্রেস ছেড়েছে সাড়ে ৯টায়।ট্রেনের শিডিউল বিপর্যয়: ভোগান্তিতে ঘরমুখো মানুষ
কমলাপুর স্টেশনের তথ্যকেন্দ্র থেকে জানানো হয়, যাত্রীদের ওঠানামায় বিভিন্ন স্টেশনে ট্রেন থামছে। এতে সময় বেশি বেশি লাগছে।
শিডিউল বিপর্যয়ের কারণে রাতের অন্যান্য ট্রেনও নির্ধারিত সময়ের অনেক পরে ছাড়তে পারে বলে স্টেশনের কর্মকতারা আশংকা করছেন।