টঙ্গী প্রতিনিধি ॥ রাজধানীর অদূরে টঙ্গী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর ভারপ্রাপ্ত আমির তাসনিমসহ সাতজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে তুরাগ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ডিএমপি মিডিয়া সেন্টারের উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান।
তিনি জানান, এ সময় বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্যও জব্দ করা হয়েছে।
তিনি জানান, আটকরা বিভিন্ন এলাকায় নাশকতা চালানোর পরিকল্পনা করছিলেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে জানান উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান।
এর বেশি কিছু তিনি জানাতে রাজি হননি।