শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > চবির হল থেকে অস্ত্র উদ্ধার

চবির হল থেকে অস্ত্র উদ্ধার

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
চবি চবির হল থেকে অস্ত্র উদ্ধার চবির হল থেকে অস্ত্র উদ্ধার টহঃরঃষবফ ১২৬ ব১৪০৫৫১১২৫২৪৯৮চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্যার এফ রহমান হল থেকে সাতটি রামদা, ১০টি লোহার পাইপ, কেরোসিন তেল ও শিবিরের চাঁদার রসিদ উদ্ধার করেছে প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন।
গতকাল সোমবার রাত ১০টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র জানান, সোমবার রাত ১০টার দিকে এএফ রহমান হলের বিভিন্ন কক্ষে অভিযান চালানো হয়। এসব কক্ষ থেকে সাতটি রামদা, ১০টি লোহার পাইপ, কেরোসিন তেল ও শিবিরের চাঁদার রসিদ উদ্ধার করা হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইসমাইল এ প্রসঙ্গে বলেন, ‘সহকারী প্রক্টরের উদ্ধারকৃত অস্ত্র থানায় আনা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।’
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম-হাটহাজারী সড়কের ছড়ারকূল এলাকায় শিবিরকর্মীরা শিক্ষক বাসে হামবোমা ও পাথর ছুঁড়ে মারে। এ ঘটনায় ১১ শিক্ষকসহ ১৪ জন আহত হন।
ঘটনার পরের দিন রাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ ৯৫ জনকে আসামি করে দুটি মামলা করে। এ ঘটনায় ক্যাম্পাসে কয়েক দফা তল্লাশি চালায়।