শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > টঙ্গীতে ভুয়া ডিবি আটক

টঙ্গীতে ভুয়া ডিবি আটক

শেয়ার করুন

টঙ্গী প্রতিনিধি ॥ গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে প্রতারণাকালে এক ব্যক্তিকে হাতকড়া ও ওয়াকিটকিসহ আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় টঙ্গী শহরের আনারকলি রোড এলাকা থেকে তাকে আটক করা হয়। জানা যায়, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায়।

স্থানীয় সূত্র জানায়, ডিবির অফিসার পরিচয় দিয়ে জীবন চৌধুরী নামে এক ব্যবসায়ীকে গ্রেফতারের হুমকি দিয়ে টাকা দাবি করেন। ঘটনাটি টঙ্গী থানাকে জানালে পুলিশ কৌশলে তাকে আটক করে।

গত সপ্তাহের দুই দিনে গাজীপুর জেলার জাজর এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ৭২ লাখ টাকা ও কালিয়াকৈরে গ্রামীণ ফোন কাস্টমার সার্ভিসের সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই হয়। ২২ ঘণ্টার ব্যবধানে ডিবি পুলিশ পরিচয়ে দু’টি বড় ঘটনা ঘটার পর পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। এ অবস্থায় শনিবার ভুয়া ডিবি পুলিশ আটক হলো।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানোজ্জামান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হচ্ছে।