শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > সাতক্ষীরায় ২ ভেজাল মধু ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরায় ২ ভেজাল মধু ব্যবসায়ীকে জরিমানা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সাতক্ষীরায় ভেজাল মধুর ব্যবসায়ী আব্দুল মান্নান (৫০) ও সুমনকে (৩০) আর্থিক দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই আর্থিক দণ্ড দেন।
আর্থিক দণ্ডপ্রাপ্তদের মধ্যে জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের সবেদ আলী গাজীর ছেলে আব্দুল মান্নানকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড ও সাতক্ষীরা সদর উপজেলার লবসা ইউনিয়নের থানাঘাটা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে সুমনকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এর আগে সাতক্ষীরা সদর উপজেলার লবসা ইউনিয়নের থানাঘাটায় অবস্থিত ভেজাল মধুর ওই কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেসময় বিনষ্ট করা হয় ১৫ মণ ভেজাল মধু।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান জানান, দীর্ঘদিন এই চক্রটি চিনি দিয়ে মধু তৈরি করে দেশের বিভিন্ন স্থানে পাঠাতো- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১৫ মণ ভেজাল মধুসহ তাদেরকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের আর্থিক দণ্ড দেন।