শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > এই সরকার প্রতারক: ড. কামাল

এই সরকার প্রতারক: ড. কামাল

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বর্তমান সরকার একটি ‘প্রতারক’ সরকার বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।
তিনি বলেন, ‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা করে ক্ষমতা আঁকড়ে আছে। ৫ জানুয়ারির নির্বাচনে ১৫৩ জন বিনাভোটে সংসদ সদস্য হয়েছেন। এই স্বনির্বাচিত সরকার ক্ষমতা দখল করে গণতন্ত্রকে ধ্বংস করছে।’
আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে প্রগতিশীল গণতান্ত্রিক জোট আয়োজিত ‘বাংলাদেশের রাজনীতি:প্রগতিশীল গণতন্ত্রীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘জনগণের ভোট নয়, পেশিশক্তির জোরে এই সরকার ক্ষমতা দখল করেছে। তারা কখনোই জনগণের প্রতিনিধি নয়। সরকার দেশের জনগণকে নিয়ে তামাশায় লিপ্ত হয়েছে। এই তামাশা থেকে জাতিকে মুক্ত করতে হবে।’
দেশের বিচারবিভাগের কোনো স্বাধীনতা নেই-উল্লেখ করে ড. কামাল বলেন, ‘সরকারের ইচ্ছা হলেই আদালতের জজ পরিবর্তন করা হচ্ছে। বিচারবিভাগে দলীয়করণ চলছে। এতে জনগণ সঠিক বিচার পাচ্ছে না। সাত খুনসহ ঘটে যাওয়া কিছু ঘটনার কারণে সরকার সংসদের হাতে বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা দিচ্ছে। এটিই ক্ষমতার অপব্যবহার। বিনাভোটে নির্বাচিত কোনো স্বনির্বাচিত সরকারের এটি করার কোনো অধিকার নেই।’
তিনি বলেন, ‘জাতীয় সম্প্রচার নীতিমালার মাধ্যমে সাংবাদিকদের স্বাধীনতা হরণের চেষ্টা চলছে। বর্তমানে যা চলছে তা বাহাত্তরের সংবিধানের গণতন্ত্র নয়। এটি মনগড়া গণতন্ত্র।’
জোটের আহ্বায়ক মনজুরুল হক শিকদারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন খালেকুজ্জামান ভূইয়া, অ্যাডভোকেট আবদুস সালাম, আবম মোস্তফা আমীন, অ্যাডভোকেট খুরশিদ আলম, নাজিমউদ্দীন, হুমায়ুন কবির হিরু, শেখ আবদুন নূর, সৈয়দ হারুন-অর রশিদ প্রমুখ।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম