বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ইউক্রেনে রাশিয়ার ‘পূর্ণমাত্রায় সামরিক হস্তক্ষেপ’

ইউক্রেনে রাশিয়ার ‘পূর্ণমাত্রায় সামরিক হস্তক্ষেপ’

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রায় সামরিক হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ভ্যালেরি হেলেটেই। রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা লুহানস্ক বিমানবন্দর থেকে ইউক্রেনের সৈন্যদেরকে সরিয়ে নিতে বাধ্য হবার পর এই অভিযোগ করেন তিনি।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ইউক্রেনের উপরে রাশিয়া একটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং রাশিয়াই এই লড়াইয়ের জন্য দায়ী।
ইউক্রেনের পূর্বাঞ্চলে চলমান অস্থিরতার জন্য রাশিয়াকে বরাবরই দায়ী করা হলেও রাশিয়া তা অস্বীকার করেছে।
ইউক্রেনের এই যুদ্ধে মদদ দিতে রাশিয়া গোপনে সেনা পাঠাচ্ছে বলে যে অভিযোগ তোলা হয়েছিল তা-ও নাকচ করে দিয়েছে মস্কো।
কিন্তু জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল বলেছেন, ইউক্রেনে যে সংকট তৈরি হয়েছে তা দেশটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নয়; বরং এটি রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার একটি সংকট।
জার্মান চ্যান্সেলর বলেন, রাশিয়ার উপরে আবারো নতুন করে অবরোধ আরোপের জন্য জার্মানি প্রস্তুত। এমনকি এই নিষেধাজ্ঞা আরোপের ফলে, জার্মানির অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও তা আরোপ করা হবে বলেও জানিয়েছেন মিজ মের্কেল।
আর জার্মানির প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক বলেছেন, ইউরোপের সঙ্গে রাশিয়ার যে অংশীদারিত্ব ছিল, রাশিয়ার আচরণের কারণে সেটিও শেষ হয়ে গেছে।–
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক