রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > মাহেলার বিদায়ী ভাষণ৪

মাহেলার বিদায়ী ভাষণ৪

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
তুমুল করতালি ও গার্ড অব অনার দিয়ে ক্যারিয়ারের শেষ টেস্টে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে শ্রীলঙ্কার ব্যাটিং স্তম্ভ মাহেলা জয়াবর্ধনেকে। সোমবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে তাকে ঘিরে গার্ড অব অনার দেয় তার দলীয় সতীর্থ ও অত্যন্ত প্রিয় নালন্দা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখান থেকেই ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল মাহেলার। সেই বিদায়ের আবেগঘন মুহূর্তের ভাষণ তুলে ধরা হলো-
‘কিভাবে শুরু করবো। আমার কাছের লোকের সংখ্যা খুবই কম। সেই সাত বছর বয়স থেকে লিওনেল মেন্ডিস, যিনি আমাকে কোচিং করিয়ে আসছেন। সাবেক ক্রিকেটাররা, যারা আমাকে আজকের মাহেলা বানাতে সাহায্য করেছেন। তাদের সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আমার নালন্দা বিদ্যালয়কে। তাদের জন্যেই আমি এতো কিছু করতে পেরেছি। আর পুরো ক্যারিয়ারে আমাকে দিকনির্দেশনা দেওয়ার জন্যে সিংহলিজ স্পোর্টস ক্লাবকে বিশেষভাবে ধন্যবাদ।’
‘আমি ধন্যবাদ জানাতে চাই শ্রীলঙ্কা ক্রিকেটকে। এভাবে বিদায়ের উপলক্ষটাকে স্মরণীয় করে রাখবার জন্যে। আর এখানে উপস্থিত হওয়ার জন্যে ধন্যবাদ জানাতে চাই মাননীয় রাষ্ট্রপতি (মাহিন্দা রাজাপাকশে) ও অগুণতি ভক্ত-সমর্থকদের। যারা আজ এখানে এসেছেন।’
‘সবার সহযোগিতার জন্যে ধন্যবাদ। ধন্যবাদ আমার বাবা-মা ও পরিবারকে। কারণ তারাই শুরু থেকে আমার প্রেরণা হিসেবে কাজ করে করেছে।’
‘শ্রীলঙ্কা দলের হয়ে খেলাটা আমার জন্যে ছিল গর্বের। সব মুহূর্তের জন্য ধন্যবাদ আপনাদেরকে।’