শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > হাইতির আরেক তারকা শেখ জামালে

হাইতির আরেক তারকা শেখ জামালে

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ হাইতি জাতীয় দলের খেলোয়াড় জেন আলেক্স আন্দ্রেকে উড়িয়ে আনছে শেখ জামাল ধানমন্ডি কাব। সবকিছু ঠিকভাবে হলে আগামী মওসুমেই প্রিমিয়ার লীগে দেখা যেতে পারে তাকে। গত মওসুমে শেখ রাসেল ক্রীড়া চক্রে খেলা হাইতির স্ট্রাইকার সনি নরদের সুপারিশেই আলেক্স আন্দ্রেকে দলে ভিড়াচ্ছে শেখ জামাল। তার চেয়েও আলেক্স আন্দ্রেকে ভালোর সার্টিফিকেট দিয়েছেন সনি নিজেই। সর্বশেষ হাইতির হয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিরুদ্ধে ম্যাচ খেলেছেন আলেক্স আন্দ্রে। ২২ বছর বয়সী এই ফুটবলার খেলেন আমেরিকার ওরল্যান্ড সিটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব তথ্য জানিয়েছেন সনি। তিনি জানান, তারা দু’জন আমেরিকা থেকে সরাসরি ঢাকায় আসবেন। শেখ জামালের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল জানান, শুধু সনি ও আলেক্স আন্দ্রে নয় এবার সাত বিদেশীকে নিবন্ধন করাতে যাচ্ছে শেখ জামাল।
টানা দুটি টুর্নামেন্টের ফাইনালে শেখ রাসেলের কাছে শিরোপা হারানো শেখ জামাল আগামী মওসুমের জন্য সুপার কাপের আগেই ঘর গোছাতে শুরু করে। এেেত্র অনেকটা সফলও হয়েছে তারা। মওসুমের আলোচিত স্ট্রাইকার সনি নরদেকে রেকর্ড পারিশ্রমিকে শেখ রাসেল থেকে দলে ভিড়াতে সম হয়। আগামী মওসুমের জন্য বোনাস বাদে শুধু পারিশ্রমিক হিসেবে ৭৩ হাজার মার্কিন ডলার পাবেন হাইতিয়ান এই ফরোয়ার্ড। একই সঙ্গে শেখ রাসেল থেকে জাতীয় দলের খেলোয়াড় মামুনুল ইসলাম, লিঙ্কন, মামুন মিয়া ও উত্তম বণিককে দলে নিচ্ছে তারা। অন্যদিকে মোহামেডানে হানা দিয়ে তারা একঝাঁক উদীয়মান তারকাকে দলে টেনে নিচ্ছে। সাদা-কালো শিবির থেকে মোবারক, ইয়াছিন, সোহেল রানা ও তপু বর্মণরা যোগ দিচ্ছেন। অন্যদিকে টিম বিজেএমসি থেকে তরুণ স্ট্রাইকার তকলিস ও আবাহনী ফরোয়ার্ড সাখাওয়াত রনি যোগ দিচ্ছেন শেখ জামালে। পুরনোদের মধ্যে শাকিল, রায়হান, মুস্তাক ও নাসিরকে দলে ধরে রেখেছে ধানমন্ডির কাবটি। সবমিলিয়ে স্থানীয় খেলোয়াড় সংগ্রহে সবচেয়ে সফলতার পরিচয় দিয়েছে শেখ জামাল। বিদেশী খেলোয়াড় সংগ্রহে কারো থেকে পিছিয়ে থাকতে রাজি নয় শেখ জামাল। সাতজন বিদেশী খেলোয়াড়কে রেজিস্ট্রেশন করাতে যাচ্ছে কাবটি। সনি নরদের পাশাপাশি পুরনোদের মধ্যে নাইজেরিয়ান ইকেচুকওয়া ওকেমিরিকে রেখে দিচ্ছে তারা। এছাড়া, ভালমানের আরও বিদেশী খেলোয়াড়ও সংগ্রহ করতে চলেছে। এ ল্েয ফেমি অরুনিমির সঙ্গেও প্রাথমিক আলোচনা হয়েছে। অন্যদিকে হাইতি থেকে উড়িয়ে আনছে আলেক্স আন্দ্রেকে। এই হাইতিয়ান ফরোয়ার্ডকে নরদের মতো মওসুম প্যাকেজে নয় মাসিক পারিশ্রমিকে নিয়োগ দিতে যাচ্ছে লীগ রানার্সআপরা। এ জন্য মাসে ৪-৫ হাজার মার্কিন ডলার ব্যয় হবে বলে জানান ওই কাব কর্মকর্তা। এদিকে কোচ জোসেফ আফুসির সঙ্গে ঝামেলা হলেও শেষ পর্যন্ত তার সঙ্গে দূরত্বের অবসান ঘটিয়েছে শেখ জামাল। বোনাস ছাড়াই তাকে মাসিক সাড়ে চার হাজার মার্কিন ডলার দেবে শেখ জামাল। বিদেশীদের ভিসার জন্য এখন আগে থেকেই অনুমতির প্রয়োজন হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সনি নরদে, অ্যানসেলমে ওয়েডসন, ইকেচুকয়া ওকেমেরি ও জোসেফ আফুসির কাগজপত্র জমা দিচ্ছে তারা। কাব সূত্রে জানা গেছে, বিদেশী খেলোয়াড় ও কোচের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে বাফুফেকে অনুরোধ জানানো হয়েছে। এবার অন্যান্য দলের আগেই ক্যাম্প শুরু করছে শেখ জামাল। এ জন্য আগস্টেই এসব বিদেশীরা দলের সঙ্গে ক্যাম্পে যোগ দেবেন। সনি নরদে ও আলেক্স আন্দ্রে যুক্তরাষ্ট্রে বসবাস করায় তারা সেখান থেকেই আসবেন। অন্যদিকে বৃটিশ পাসপোর্টধারী কোচ আফুসি লন্ডন থেকে এবং ইকেচুওয়া ওকেমেরি ঢাকায় আসবেন মরক্কোর রাবাত থেকে।