শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > সাড়ে ৭ শ’ কোটি টাকা আদায়ে দুপুরে মামলা হচ্ছে হলমার্কের নামে

সাড়ে ৭ শ’ কোটি টাকা আদায়ে দুপুরে মামলা হচ্ছে হলমার্কের নামে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ ঋণ কেলেঙ্কারির ঘটনায় হলমার্ক গ্রুপের নাম সর্বস্ব প্রতিষ্ঠান ম্যাক্স স্পিনিং মিল, হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের শেরাটন হোটেল (বর্তমানে রুপসী বাংলা) শাখার সাবেক কর্মকতাসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করছে সোনালী ব্যাংক।

সোমবার দুপুর ১২টা নাগাদ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ড. মো. ফজলে এলাহী ভুইয়ার আদালতে এ মামলাটি দায়ের করা হবে।

সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আবুল হোসেন বাদী হিসেবে এ মামলা দায়ের করবেন বলে জানা গেছে।

ব্যাংকটির অন্যতম আইনজীবী জাহাঙ্গীর হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৭৫৫ কোটি ৪৪ লাখ ৪৮ হাজার ৪২৩ টাকা এ মামলাটি দায়ের করা হচ্ছে। এ জন্য সর্বোচ্চ কোর্ট ফি ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

তিনি বলেন, দেশের ইতিহাসে এটি যেমন সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারির ঘটনা ঠিক তেমনি টাকা আদায়ের জন্য এটিই সবচেয়ে বড় মামলা।

অ্যাডভোকেট হোসনে আরা মামলাটি পরিচালনা করবেন বলে জানান তিনি।

জানা যায়, মামলায় বিবাদী করা হচ্ছে হলমার্ক গ্রুপের নাম সর্বস্ব প্রতিষ্ঠান ম্যাক্স স্পিনিং মিল, হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলাম, সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, ডিএমডি মাইনুল হোসেন, জিএম মীর মাইদুর রহমান, ননী গোপালসহ ৩৩ জনকে।

এর আগে সোনালী ব্যাংক হলমার্ক গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে টাকা আদায়ের জন্য ১৫টি অর্থঋণ মামলা দায়ের করেছে।