শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > সার্ভিস চার্জ ও ঋণ নিয়ে ক্ষুব্ধ কেন্দ্রীয় ব্যাংক

সার্ভিস চার্জ ও ঋণ নিয়ে ক্ষুব্ধ কেন্দ্রীয় ব্যাংক

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বাণিজ্যিক ব্যাংকগুলোকে গ্রাহক সেবার ক্ষেত্রে নেওয়া সার্ভিস চার্জ যৌক্তিকভাবে ধার্য করতে নির্দেশনা যাচ্ছে।

বেশ কয়েকটি ব্যাংকের বিরুদ্ধে সার্ভিস চার্জ নিয়ে অভিযোগ আসার বিষয়টি আমলে নিয়ে বাংলাদেশ ব্যাংক এ অনিয়ম বন্ধ করতে চায়।

সূত্র জানিয়েছে, আগামী সোমবার ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে (ব্যাংকার্স মিটিং) বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে এই বার্তা দেওয়া হবে।

গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে বৈঠকে বাণিজ্যক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা উপস্থিত থাকবেন।

সূত্র বলছে, এবারের ব্যাংকার্স সভায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে তার খেলাপি ঋণ আদায় বাড়াতেও তাগিদ দেবে বাংলাদেশ ব্যাংক। বিশেষ করে ঋণ গ্রহীতার দায়ের করা রিট পিটিশনগুলোর বিপক্ষে শক্ত ভাবে আইনি লড়াই চালাতে বলা হবে।

বাংলাদেশ ব্যাংক সূত্র আরো জানায়, বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে ব্যাংকগুলোকে ঋণ প্রবাহ বাড়ানোরও নির্দেশ যাবে। এছাড়া পুঁজিবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগের ক্ষেত্রে চিহ্নিত দুর্বলতাগুলো নিয়েও মতামত জানাবে কেন্দ্রীয় ব্যাংক।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এবারের ব্যাংকার্স সভায় বেশ কিছু বড় নির্দেশনা দেওয়া হচ্ছে। যাতে ব্যাংকগুলো শুদ্ধভাবে চলে।