রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > হ্যাংআউটে ভয়েস কল

হ্যাংআউটে ভয়েস কল

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥ গুগল কিছুদিন আগে তার নানা বিচ্ছিন্ন চ্যাট সার্ভিস যেমন গুগল প্লাস ম্যাসেঞ্জার, ভিডিও চ্যাট ও গুগল টককে বাদ দিয়ে একটি স্বতন্ত্র ইউনিফায়েড ক্রস প্ল্যাটফর্ম চ্যাট সার্ভিস চালু করে যার নাম গুগল হ্যাংআউট। যে সব জিমেইল ব্যবহারকারীরা গুগল টক থেকে আপগ্রেডেড হয়ে হ্যাংআউট ব্যবহার শুরু করেছিলেন তাদের একটা বড় অভিযোগ ছিল যে হ্যাংআউটে ভয়েস কল সুবিধা রাখা হয়নি । গুগল এই সমস্যার সমাধানের জন্য অবশেষে ৯ জুলাই হ্যাংআউটে ভয়েস কল সুবিধা চালু করে। এই প্রসঙ্গে গুগলের সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার অ্যালেক্স উইজেন তার ব্লগপোস্টে বলেন, “যারা ডেস্কটপে জিমেইল, গুগল প্লাস ও ক্রোম এক্সটেনশন হিসেবে হ্যাংআউটকে ব্যবহার করা শুরু করেছিলেন, তাদের কাছ থেকে আমরা খুব জোরালোভাবে অভিযোগ পাই যে হ্যাংআউট ব্যবহারকারীরা ভয়েস কল সুবিধাকে ভীষণ মিস করছেন। তাই আজকে আমরা ঘোষণা করছি যে, হ্যাংআউটে এখন ভয়েস কল সুবিধাসহ আগের চেয়ে আরও উন্নত, আরও পরিণত।
তিনি জানান যে, একটি ভিডিও বা ভয়েস কলে একাধিক ফোন নাম্বার ও ভিডিও অংশগ্রহণকারী যুক্ত করার পাশাপাশি গুগল ইফেক্ট অ্যাপের মাধ্যমে বিভিন্ন সাউন্ড ইফেক্ট সংযুক্ত করার সুবিধাও হ্যাংআউটে আনা হয়েছে। এছাড়াও আমেরিকা ও কানাডাতে পৃথিবীর যেকোনো জায়গা থেকে হ্যাংআউট দিয়ে বিনামূল্যে ফোন কল করার সুবিধাও যুক্ত করা হয়েছে।