বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > তথ্যপ্রযুক্তি > ১ মিলিয়ন বছরের তথ্য!

১ মিলিয়ন বছরের তথ্য!

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥ সুপারম্যানের প্রথমদিকের চলচিত্রগুলোর কথা মনে আছে নিশ্চয়ই? যেখানে দেখানো হতো ছোট্ট একটি ক্রিস্টালের ভেতরে তথ্য সংরতি থাকত লাধিক বছর। এবার আর কল্পবিজ্ঞান নয়। অদূর ভবিষ্যতে বাস্তবেই হয়তো আমরা এ ধরনের প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারব। আর তেমন আশার কথাই শোনালেন সাউথহ্যা¤পটনের অপ্টোইলেক্ট্রনিক রিসার্চ সেন্টার বিশ্ববিদ্যালয় এবং এন্ডহোভেন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। সম্প্রতি তারা একটি গবেষণায় এই প্রযুক্তির সফল পরীা চালিয়েছেন। খুব ছোট এবং শক্তিশালী আলো বিচ্ছুরণ করতে পারে এমন একটি ফেমটোসেকেন্ড লেজারের সাহায্যে অত্যন্ত ুদ্র পরিসরে অধিক তথ্য ধারণ করে তারা এই পরীায় সফলতা পান। আর এই প্রযুক্তিতে একটি সাধারণ আকৃতির কমপ্যাক্ট ডিস্কের তথ্য ধারণমতা হবে ৩৬০ টেরাবাইট।
এ প্রসঙ্গে অপ্টোইলেক্ট্রনিক রিসার্চ সেন্টারের অধ্যাপক পিটার কাজানস্কি বলেন, ‘এটি অবশ্যই অত্যন্ত রোমাঞ্চকর একটি বিষয় যে আমরা এই প্রথম এমন নথি তৈরি করতে সম হয়েছি যা সম্ভবত মানব সভ্যতার শেষ দিন পর্যন্ত টিকে থাকবে। এই প্রযুক্তি সভ্যতার শেষ নিদর্শনটুকু নিরাপদে রাখবে। কোন তথ্যই হারিয়ে যাবে না’। গবেষক দলের নেতা জিক্সগু ঝাং এবং তার দল বর্তমানে প্রযুক্তিটি বাণিজ্যিক পর্যায়ে নিয়ে আসার প্রচেষ্টা চালাচ্ছেন ।