শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যান চলাচল বন্ধ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ টানা বর্ষণে চট্টগ্রামের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। নগরীর প্রধান সড়কগুলো হাঁটু অথবা কোমর সমান পানির নিচে ডুবে থাকায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছে জনসাধারণ। এ ছাড়া সড়কে জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম-কক্সবাজার সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা বর্ষণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়। শুক্রবার অফিস-আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষজন।
রাতভর টানা বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরী, চান্দগাঁও, পাঁচলাইশ, বাদুরতলা, চকবাজার, মুরাদপুর, বহদ্দরহাট, শুলকবহর, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন নিচু এলাকা ও সড়ক প্রায় কোমর সমান পানিতে তলিয়ে আছে।
এ ছাড়া নগরীর অধিকাংশ এলাকা মূল সড়ক ও উপ-সড়ক হাঁটু পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে পাইকারি বাণিজ্যকেন্দ্র চাকতাই-খাতুনগঞ্জ। এসব এলাকায় বাসাবাড়ি ও দোকানপাটে পানি ঢুকে পড়ায় দুর্ভোগ বেড়েছে।
বহদ্দারহাট, মুরাদপুর, চকবাজারে জলাবদ্ধতা ডিঙ্গিয়ে চলতে গিয়ে সড়কের ওপর অনেক যানবাহন বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের।
এদিকে চট্টগ্রাম আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রামে প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে।