রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন শুরু

মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন শুরু

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সারাদেশে আজ বুধবার মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাচন শুরু হয়েছে। প্রায় ১ লাখ ৬০ হাজার মুক্তিযোদ্ধা ভোট দিয়ে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
নির্বাচনে লড়ছে চারটি প্যানেল। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন-৭১-এর মহাসচিব মেজর (অব.) ওয়াকার হাসান বীরপ্রতীক, মেজর জেনারেল (অব.) জিএইচ হেলাল মোর্শেদ খান বীরবিক্রম, আবদুল আহাদ চৌধুরী এবং মেজর (অব.) জিয়াউদ্দিনের নেতৃত্বাধীন চারটি প্যানেল থেকে প্যানেলপ্রধানরা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া স্বতন্ত্রভাবে আরও চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হচ্ছেন- গোলাম মোস্তফা, ওসমান আলী খন্দকার, মকবুদুর রহমান সরকার এবং জাহাঙ্গীর আলম কমল।
নির্বাচন ঘিরে শেষ মুহুর্ত পর্যন্ত প্রচার জমজমাট ছিল। প্রত্যেক প্যানেলপ্রধানরা দেশের সব জেলায় ঘুরে নির্বাচনী প্রচার চালান। নির্বাচনে অংশ নেওয়া চারটি প্যানেলের নেতারা সরকার সমর্থিত প্যানেল দাবি করলেও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল সাংবাদিকদের জানান, এ নির্বাচনে সরকার সমর্থিত কোনো প্যানেল নেই।