রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > শাকিবের ছবিতে আসিফ-মিমি

শাকিবের ছবিতে আসিফ-মিমি

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক শাকিব খান প্রযোজিত প্রথম ছবি ‘হিরো দ্য সুপারস্টার’। এই ছবিরই একটি গানে দ্বৈত কণ্ঠ দিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও নাজনীন মিমি। গত রোববার গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আসিফ ও মিমির গাওয়া গানটিতে পর্দায় ঠোঁট মেলাবেন শাকিব খান ও ববি।

আসিফ ও মিমি চলচ্চিত্রে সর্বপ্রথম একসঙ্গে গান করেন ২০০৩ সালে। আলী আকরাম শুভর সুর-সঙ্গীতে গানটি গেয়েছিলেন তারা। সেই থেকে এ পর্যন্ত তারা দুজন ৫০টিরও অধিক ছবিতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। এর আগেও শাকিব খান অভিনীত ছবিতে তারা দুজন গান গেয়েছেন।
এবারের গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। এর সুর ও সঙ্গীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘শুভ ভাই অনেক যতœ নিয়ে এ গানের সুর-সঙ্গীত করেছেন। মিমিও অসাধারণ গেয়েছেন। সব মিলিয়ে গানটি সবার ভালো লাগবে বলে আমি মনে করি।’
নাজনীন মিমি বলেন, ‘আসিফ ভাইয়ের সঙ্গে অনেক ছবিতেই আমি প্লে-ব্যাক করেছি। তবে নতুন গানটিতে বেশি নতুনত্ব আছে। আশা করি, পর্দায় শাকিব এবং ববির কণ্ঠে গানটি দারুণ মানাবে।’
গানটির কথা হচ্ছে ‘দেখে তোর মায়াবী হাসি পড়েছি গলায় ফাঁসি’। আগামীকাল দুপুরের ফ্লাইটে ‘হিরো দ্য সুপারস্টার’ ছবির টিম থাইল্যান্ডে শুটিং করতে যাচ্ছে। সেখান থেকে জুনের প্রথম সপ্তাহে ফিরবেন তারা। এরপর তাদের লন্ডনে শুটিংয়ে যাওয়ার কথা রয়েছে।
এদিকে সর্বশেষ আসিফ আকবরের ২৯তম একক অ্যালবাম ‘এক্সপ্রেম’ ২০১৩ সালে বাজারে আসে। প্লে-ব্যাকে তার অভিষেক ঘটে শরীফ উদ্দিন খান দীপু পরিচালিত ‘রাজা নাম্বার ওয়ান’ ছবি দিয়ে। এতে তার সহশিল্পী ছিলেন আলম আরা মিনু।
মাঝে পাঁচ বছর প্লে-ব্যাক থেকে দূরে থাকলেও বদিউল আলম খোকনের ‘মাই নেম ইজ খান’ ছবিতে গাওয়ার মধ্যদিয়ে আবারো প্লে-ব্যাকে ফিরেন আসিফ।
এদিকে প্লে-ব্যাকে নাজনীন মিমির অভিষেক ঘটে ২০০৩ সালে ‘অ্যাকশান হিরো’ ছবি দিয়ে। বাজারে মিমির তিনটি একক অ্যালবাম রয়েছে। সেগুলো হচ্ছেথ ‘খেয়ালী মন’, ‘দিওয়ানা’ ও ‘আড়াল’।