বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ফজলুস সোবহান।
সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের বিশেষ সভায় নতুন এমডি নির্বাচন করা হয়। বেসিক ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
একাধিক আর্থিক অনিয়মের অভিযোগে রাষ্ট্রায়ত্ত এ বিশেষায়িত ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী ফখরুল ইসলামকে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অপসারণের একদিন পর নতুন এমডি নির্বাচন করা হল ।
একই দিনে বেসিক ব্যাংকের গুলশান, দিলকুশা ও শান্তিনগর এ তিন শাখায় নতুন ঋণ বিতরণ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া আগামীতে কোনো শাখায় ঋণ নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে একই ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি করা হয়।
এর আগে ব্যাংক-কোম্পানি আইনের ৪৬(খ) উপ-ধারার ভিত্তিতে বেসিক ব্যাংকের এমডিকে অপসারণের সুপারিশ করে ব্যাংকের প্রধান নির্বাহীর অনিয়ম-দুর্নীতি রোধে গঠিত কেন্দ্রীয় ব্যাংকের স্থায়ী কমিটি। কমিটির সুপারিশে রোববার গভর্নর আতিউর রহমান ফখরুল ইসলামকে অপসারণের নির্দেশ দেন।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী দুই বছর ফখরুল অন্য কোনো ব্যাংকেও দায়িত্ব পালন করতে পারবেন না।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম