রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > লক্ষ্মীপুরে দুই আ’লীগের নেতার লাশ উদ্ধার

লক্ষ্মীপুরে দুই আ’লীগের নেতার লাশ উদ্ধার

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে রামপুর ও রায়পুর থেকে দুই আ’লীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোররাতে চরশাহী ইউনিয়নের রামপুর গ্রাম থেকে আবদুল মান্নান ভূঁইয়া (৫০) নামে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আ’লীগ সভাপতির গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

দাসের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এস আই) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনেরা জানায়, বুধবার দিনগত রাত ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয়। পরে রাত ১২টার দিকে স্থানীয়রা বাড়ি সংলগ্ন রাস্তার পাশে আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়।

এদিকে সকাল ৭টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে চরপাতা ইউনিয়ন থেকে মো. আবদুল মজিদ (৪৭) নামে রায়পুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদকের লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, ভোরে এলাকার লোকজন রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করে।

নিহতের ফুফাতো ভাই অ্যাডভোকেট মিজানুর রহমান অভিযোগ করেন, এটি একটি পরিকল্পিত ঘটনা। তাকে রাতের আঁধারে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

তবে এবিষয়ে এখনই কোনো মন্তব্য করতে রাজী হননি রায়পুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার।

তিনি জানান, প্রাথমিক তদন্তে তার শরীরে কোনো আঘাত কিংবা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত দুই আ’লীগ নেতার লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাংলানিউজটোয়েন্টিফোর.কম