রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ভোটার তালিকা হালনাগাদ শুরু বৃহস্পতিবার

ভোটার তালিকা হালনাগাদ শুরু বৃহস্পতিবার

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকার তথ্য সংগ্রহ শুরু হচ্ছে বৃহস্পতিবার। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
শিবালয় উপজেলা চত্বরে সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুল মোবারক ও মো. শাহনেওয়াজসহ সংশ্লিষ্টরা এতে উপস্থিত থাকবেন। অপর দুই কমিশনার দেশের বাইরে রয়েছেন।

হালনাগাদ উপলক্ষে ইতোমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। তথ্য সংগ্রহের ফরম ৬৪ জেলায় পাঠানো হয়েছে।

ভোটার তালিকার কাজ সম্পন্ন হবে তিন ধাপে। প্রথম ধাপে ১৫ মে, দ্বিতীয় ধাপে ১৫ জুন, ও তৃতীয় ধাপে ১ সেপ্টেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহের কাজ করবে কমিশন।

ইসি সচিবালয়ের উপ-সচিব মিহির সারোয়ার মোর্শেদ জানান, প্রথম ধাপে ৬৪ জেলার ১৮১ উপজেলায় তথ্য সংগ্রহের কাজ চলবে। ২০১৫ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তারাও তালিকায় অন্তর্ভুক্ত হবেন। ভোটার তালিকার কাজ শেষ হবে ৩১ ডিসেম্বর। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক