রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > হিরনের আসনে মনোনয়ন পেয়েছেন তার স্ত্রী

হিরনের আসনে মনোনয়ন পেয়েছেন তার স্ত্রী

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বরিশাল-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সদ্যপ্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরণের স্ত্রী জেবুন্নেসা আফরোজ। বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় এ মনোনয়ন চূড়ান্ত করা হয় বলে দ্য রিপোর্টকে জানিয়েছেন দলটির সংসদীয় বোর্ডের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
আসনটি শূন্য হলে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার জন্য মনোনয়ন কেনেন জাহিদ ফারুক, সাদিক আবদুল্লাহ, মাহবুব উদ্দিন আহমেদ, মোরশেদা বেগম, আবদুল হাফিজ মল্লিক, সিরাজ উদ্দিন আহমেদ, ইউনুছ আলী আকন্দ, আনোয়ার হোসাইন, পারভীন তালুকদার, শাম্মী আহমেদ ও মিল্লাহ হোসেন। আওয়ামী লীগের সংসদীয় দল তাদের সাক্ষাৎকার নেন। পরে সংসদীয় বোর্ডের সভায় হিরণের স্ত্রী জেবুন্নেসাকে দলটির পক্ষ থেকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজধানীর এ্যাপোলো হাসপাতালে গত ৯ এপ্রিল বরিশাল সদর আসনের সংসদ সদস্য শওকত হোসেন হিরণ মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ১২ জুন এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১১ মে। বাছাই ১৪ মে আর প্রত্যাহারের শেষ সময় ২১ মে।