বাংলাভূমি২৪ ডেস্ক ॥
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রিপরিষদ সচিবদের দ্বিতীয় বৈঠক আজশনিবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই বৈঠকের কার্যক্রম শুরু হবে।
রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজিত এ বৈঠকৈ স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, ভুটান, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা যোগদান করছে।
বৈঠকে আলোচনার বিষয়ে প্রধানমন্ত্রী সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রিপরিষদ সচিবদের নির্দেশনা দেবেন। বৈঠকের জন্য মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভুঁইঞার নেতৃত্বে আট সদস্যের বাংলাদেশের একটি প্রতিনিধি দল গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, সার্ক মন্ত্রিপরিষদ সচিবদের এ বৈঠকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রগুলো চিহ্নিত করাসহ আঞ্চলিক সহযোগিতা আরো সম্প্রসারণের কৌশল নিয়ে আলোচনা হবে। এবার বৈঠকে প্রশাসনিক সংস্কার ও সুশাসন, সক্ষমতা বৃদ্ধি, নাগরিক সেবার মানোন্নয়ন ইত্যাদি বিষয় প্রাধান্য পাবে।
বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা এসব ক্ষেত্রে তাদের নিজ নিজ দেশে নেওয়া কার্যক্রম তুলে ধরবেন। সার্ক মন্ত্রিপরিষদ সচিবদের দ্বিতীয় এ বৈঠকে আলোচনা ও মতবিনিময় দক্ষিণ এশিয়ায় বিভিন্ন খাতে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
শনিবার সন্ধ্যায় বৈঠকে যোগদানকারী প্রতিনিধিদের সম্মানে স্থানীয় একটি হোটেলে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশের সমৃদ্ধ ও বৈচিত্রময় সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরা হবে।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম