শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ১৪ দিন পর খুলেছে বাকৃবি

১৪ দিন পর খুলেছে বাকৃবি

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

সায়াদ হত্যার ঘটনায় ১৪ দিন বন্ধ থাকার পর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে বুধবার সকালে। তবে শিক্ষার্থী উপস্থিতি খুবই কম। বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশিরভাগ দাবি মেনে নেয়ায় ক্লাস শুরুর সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা।
মঙ্গলবার পদত্যাগ করেন আশরাফুল হক হলের প্রভোস্ট রফিকুল ইসলাম, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. সুলতান উদ্দিন ভুইয়াসহ চার জন শিক্ষক।

শিক্ষক সমিতির সভাপতি লুৎফুল হাসান জানান, পাঁচ সদস্যের সম্পূরক তদন্ত কমিটি গঠন এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেয়াসহ তিন দফা দাবি পূরণ করার আশ্বাস দিয়েছে প্রশাসন। আর এর পরিপ্রেক্ষিতেই নেয়া হয়েছে ক্লাস শুরুর সিদ্ধান্ত।

প্রসঙ্গত, গত ৩১ মার্চ সন্ধ্যায় মৎস্যবিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ছাত্র সায়াদকে দলীয় অন্তঃকোন্দলে তার কয়েক সহপাঠী বেদম মারধর করেন। পরে তিনি হাসপাতালে মারা যান। এ ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলার মূল অভিযুক্ত তার সহপাঠী ছাত্রলীগের নেতা সুজয় কুমার কুণ্ডু, রোকনুজ্জামান, আনিসুজ্জামান ও নাহিদকে গ্রেফতার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক