শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ইংল্যান্ডকে হারালো নেদারল্যান্ড

ইংল্যান্ডকে হারালো নেদারল্যান্ড

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অঘটনের শিকার হলো ই্যংল্যান্ড। ডাচদের কাছে ৪৫ রানে হেরেছে ইংলিশরা। যদিও আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে দল দু’টির।

নেদারল্যান্ডের বেঁধে দেয়া ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮৮ রানে অল আউট হয় ইংল্যান্ড। ফলে ৪৫ রানে অপ্রত্যাশিত হারের কবলে পরে ক্রিস ব্রডের দল। ইংল্যান্ডের পক্ষে মাত্র তিন জন ব্যাটসম্যান তিন অংকের কোঠা পার করেন। রবি বোপারা সর্বোচ্চ ১৮ রান করেন। এছাড়া জর্ডান ১৪ এবং হেইলস ১২ রান করেন।

ডাচদের পক্ষে ভ্যান বিক ও মুবাসসার বুখারি ৩টি করে উইকেট নেন।

সোমবার চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক ব্রড। ফলে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রান করেছে নেদারল্যান্ডস। প্রথমে নেমেই ওপেনার সোর্ট ও মায়ব্রুর মারমুখী ব্যাটিংয়ে শুভ সূচনা করে নেদারল্যান্ডস। দলীয় ৩৪ রানে ইংল্যান্ড অধিনায়ক ব্রডের বলে আউট হয়ে ১৩ রান করে সাজঘরে ফেরেন ওপেনার সোর্ট। নেদারল্যান্ডসের পক্ষে মায়ব্রু ৩১ বলে ৩৯ রান করেছেন।

ইংল্যান্ডের পক্ষে তিনটি উইকেট পেয়েছেন ব্রড। একটি করে উইকেট পেয়েছেন রবি বোপারা ও জর্ডান।

গ্রুপ পর্বের তিন ম্যাচের সব গুলোতে হেরে আগেই বাদ পরে গেছে নেদারল্যান্ডস। এদিকে তিন ম্যাচের মধ্যে দুটিতে হেরে বাদ পড়েছে ইংল্যান্ডও।

ইংল্যান্ড দলঃ লাম্ব, হেইলস, মইন আলি, মরগান, বাটলার, রবি বোপারা, ব্রেসনান, জর্ডান, স্টুয়ারট ব্রড, ট্রেডওয়েল, পেরি

নেদারল্যান্ডস দলঃ সোর্ট, মায়ব্রু, বারেসসি, কুপার, বোরেন, বিএন কুপার, ভ্যান বিক, মুবাসসার বুখারি, ভ্যান ডার গুগটেন, সিলার, জামিল।