শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > ঠাকুরগাঁও সদরের উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা

ঠাকুরগাঁও সদরের উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শনিবার এ সিদ্ধান্ত কথা সাংবাদিকদের জানান ইসির আইন শাখা।

নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে একজন প্রার্থীর রিটের প্রেক্ষিতে তিন মাসের জন্য নির্বাচন স্থগিতের নির্দেশ দেয় আদালত।

এ আদেশের কপি বৃহস্পতিবার কমিশনে এসেছে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশন (ইসি) আইন শাখার কর্মকর্তারা।

ইসি সূত্র জানায়, ঠাকুরগাঁও সদর আসনের একজন প্রার্থী মো. আলমগীর এ নির্বাচনের বৈধতা নিয়ে উচ্চ আদালতে রিট দায়ের করেন। যার রিট পিটিশন নম্বর- ২৮১৪/২০১৪। গত ১৯ মার্চ এ রিটের শুনানি শেষে আদালত তিন মাসের স্থগিতাদেশ দেন।

উল্লেখ্য, ইসির ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ মার্চ ৭৪টি উপজেলার নির্বাচন হওয়ার কথা থাকলেও টাঙ্গাইলের উপ-নির্বাচনের কারণে বাসাইল উপজেলা নির্বাচন স্থগিত করে কমিশন। বেঙ্গলীনিউজ২৪.কম