শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ভারতের সহজ জয়

ভারতের সহজ জয়

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৪তম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে সহজ জয় তুলে নিয়েছে ভারত।

বাংলাদেশের দেয়া ১৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় পেয়ে যায় ভারত।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রান করে টাইগাররা।

ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।

দলীয় ২০ রানের মাথায় পরপর দু’টি উইকেটের পতন ঘটে বাংলাদেশের। বরিচন্দ্রন অশ্বিনের বলে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল ও শামসুর রহমান।

আর ৫ম ওভারের শুরুতেই ভুবনেস্বর কুমারের বলে মাঠ ছাড়েন অলরাউন্ডার সাকিব আল হাসান। দলীয় সংগ্রহ তখন ২১ রান।

১১তম ওভারে ক্যাচ আউট হন অধিনায়ক মুশফিকুর রহিম। মোহাম্মদ সামির বলে বিরাট কোহলির হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন তিনি।

দলীয় ৮২ রানের মাথায় অমিত মিশরার বলে সাজঘরে ফেরেন এনামুল হক। তিনি সংগ্রহ করেন ৪৪ রান।

এরপর খেলার হাল ধরেন মাহমুদুল্লাহ ও নাসির হোসেন। এই জুটি করেন ৪৯ রান।

দলীয় ১৩১ রানের মাথায় এই জুটি ভাঙ্গেন অমিত মিশরা। নাসির হোসেনকে সাজঘরে পাঠান তিনি।

জবাবে খেলতে নেমে রোহিত শর্মা ও বিরাট কোহলির ঝড়ো ইনিংসের সুবাদে সহজ জয় পেয়ে যায় ভারত। ৯ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয় পেয়ে যায় ভারত।

খেলতে নেমে ৩য় ওভারের আল আমিন হোসেনের বলে মাঠ ছাড়েন শেখর ধাওয়ান। তার সংগ্রহ ছিল ১ রান। এরপর বিরাট কোহলি আর রোহিত শর্মার জুটি দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়।

তবে দলীয় ১১৩ রানের মাথায় মাশরাফির বলে রোহিত শর্মা আউট হন। তার সংগ্রহ ছিল ৫৬ রান।

খেলা চলছে রাজধানীর মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।