শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > এ হারের ব্যাখ্যা নেই

এ হারের ব্যাখ্যা নেই

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ঘরের মাঠে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের পারফরস্যান্স নিয়েই চরম হতাশ জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বিশ্বকাপের প্রথম রাউন্ডের দুই ম্যাচ ভালো করলেও দুর্বল হংকংয়ের কাছে লজ্জায় ডুবিয়েছে টাইগাররা। মঙ্গলবার মিরপুরে চূড়ান্ত পর্বের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে আবারও লজ্জাজনক হারের কোনো ব্যাখ্যা দিতে পারলেন না তিনি।

হারের কারণ নিয়ে তিনি বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন আমরা এমন বাজে পারফরম্যান্স করছি। আমার মনে হয়, যারা ভালো খেলতে পারবে তাদেরই দলে থাকা উচিৎ।’

টস নিয়ে তিনি বলেন, ‘এখানে সর্বশেষ যে কয়েকটি ম্যাচ হয়েছে সবগুলোতেই যারা পরে ব্যাটিং করেছে তারাই জিতেছে। সেই চিন্তা করেই আমাদের প্রথমে ফিল্ডিং নেয়ার পরিকল্পনা ছিল। আমরা বোলিংয়ে শুরুটা ভালো করেছিলাম কিন্তু কিছু রান বেশি দিয়েছি। আর ব্যাটিংয়ে শুরুটা একেবারেই ভালো করতে পারিনি।’

১৭২ রানের টার্গেট সম্পর্কে মুশফিক বলেন, ‘টি-টোয়েন্টিতে এতো রানের বিপক্ষে জয় পাওয়া কঠিন। আবার যে খুব বেশি কঠিন তাও কিন্তু নয়। ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারিনি। প্রথম ছয় সাত ওভারেই আমরা অনেকগুলো উইকেট হারিয়েছি। যে কারণে আমরা আর ঘুরে দাঁড়াতে পারিনি।’

ভারত,পাকিস্তান ও অস্টোলিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমরা নিজে নিজেরে সেরা ক্রিকেট লেখার জন্য মাঠে নামবো। চেষ্টা করবো সবাই যার যার জায়গা থেকেই সেরা ক্রিকেট খেলবে।’

সাকিব বলেছিলেন অন্যরা খারাপ খেললে আমরা জিতবো- সিনিয়ার খেলোয়াড় এমন কথা বললে কি জয় সম্ভব- এ প্রসঙ্গে মুশফিক বলেন, ‘না, সাকিব আসলে বুঝিয়েছিলেন আমরা ভালো বোল করবো আর ওরা সেই বল খেলতে পারবে না। আমরা ভালো করবো।’

নাসির ও ফরহাদ বাদ পড়েছে কিন্তু রিয়াদ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে বাজে খেলে কীভাবে দলে থাকে? জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘হ্যাঁ, আমরা চেয়েছিলাম রিয়াদও ব্যাটিংয়ে ভালো করবে। কিন্তু আজ ও যে পারফরম্যান্স করেছে তাতো অবশ্যই মনে থাকবে। পরের ম্যাচে এ বিষয়ে অবশ্যই আমরা ভাববো।’

দলের আসল সমস্য কোথায়? মুশফিকের জবাব হলো- আসলে আমরা চেষ্টা করেছিলাম। আসল সমস্যা মনে হচ্ছে, আগে সবাই ফ্রি খেলতে পেরেছে কিন্তু এবার খেলতে পারছে না। নিজের জায়গা নিয়েও সবাই চিন্তায় আছে। এটাই করতে হবে যে যেটাই হোক আমাদের স্বাভাবিক খেলাটাই খেলার চেষ্টা করবো।’

গেইলকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন? এ প্রশ্নে মুশফিক বলেন, ‘না, শুধু গেইলকেই বেশি গুরুত্ব দেইনি। মুমিনুলকেও আমরা খেলিয়েছিলাম। কিন্তু আমরা যে প্ল্যান নিয়ে মাঠে নেমেছিলাম সেই মতো খেলতে পারিনি।’

পারফরম্যান্স ছাড়া দলের মধ্যে অন্যকোনো সমস্যা আছে কি জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমরা ভালো মন মানসিকতা নিয়ে মাঠে নামতে পারছি না। কেন হচ্ছে আমি নিজেও জানি না। খারাপ খেললে আমি নিজেও দলে থাকবো না সেই চিন্তা করেই সবার খেলা দরকার।’

দলে আসলে মূল প্রেসারটা কোথায়- বিসিবি, মিডিয়া না দর্শক- এমন প্রশ্নে মুশফিক বলেন, ‘আসলে আমরা ভালো খেলার কারণে দর্শকরাসহ সকলেই আমাদের থেকে প্রত্যাশা করে। কিন্তু দলের যারা ছয় সাত জন ভালো খেলে থাকি তারাও ভালো করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমাদের আরও বেশি খেলোয়াড় থাকা উচিৎ। যার মধ্যে যারা ভালো খেলবে তারাই দলে থাকবে। দর্শকরা যারা অনেক কষ্ট করে মাঠে আসে ভালো কিছু পাওয়ার জন্য। তারা যে প্রত্যাশা নিয়ে মাঠে আসেন সেই প্রত্যাশা পূরণ করার জন্যই চেষ্টা করবো। পরের তিনটি ম্যাচে অবশ্যই আমরা দেশের ও দর্শকদের জন্য ভালো কিছু করার প্রত্যয় নিয়েই মাঠে নামবো।’