শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নিখুঁত ডেটিং প্রোফাইল তৈরির কিছু সৎ পরামর্শ

নিখুঁত ডেটিং প্রোফাইল তৈরির কিছু সৎ পরামর্শ

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ একেবারে নিখুঁত ডেটিং প্রোফাইল তৈরির জন্য কিছু গুণাবলী প্রয়োজন। কারণ ডেটিং ওয়েবসাইটে প্রোফাইলের মাধ্যমেই আপনার আপাত পরিচয় ফুটে ওঠে। এ বিষয়ে কিছু পরামর্শ দেওয়া যাক।

ই-হার্মোনির অ্যানিমারি গ্যালার্ডের মতে, কারো ডেটিং প্রোফাইলে দাম্ভিকতা অথবা আত্মকেন্দ্রিকতা দেখানো একেবারেই অনুচিত। এই আচরণটি সঙ্গী বা সঙ্গিনীর মনে বিরূপ প্রভাব ফেলে।

আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ। তা হলো, ডেটিং প্রোফাইলে যে ছবিটি দিবেন তা যেনো সাম্প্রতিক সময়ের তোলা হয়। দুই-তিন বছর আগের ছবি দেওয়া উচিত হবে না।

ই-হার্মোনি আরো জানাচ্ছে, যারা অনলাইন ডেটিংয়ে অভ্যস্ত তাদের প্রোফাইলে নিজের সম্পর্কের তথ্যগুলো খুব মনযোগের সঙ্গে দেওয়া উচিত। এ ক্ষেত্রে আপনার সততা প্রদর্শন প্রয়োজন।

তা ছাড়া সব সময় অস্পষ্টভাবে এবং নানা উদাহরণ টেনে প্রোফাইলটিকে রঙিন করার প্রয়োজন নেই।

তাই ডেটিং ওয়েবসাইটগুলো কিছু মানুষকে নেতিবাচক আচরণের মধ্য দিয়ে তথ্য উপস্থাপন করতে মানা করে। কারণ, এতে ছেল বা মেয়েটির মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। তাই নিজের পরিচয় তুলে ধরতে গিয়ে এমন কিছু করবেন না যা অন্যেরা ঘৃণা করে। সূত্র : হিন্দুস্তান টাইমস