শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > প্রশাসনকে দুষলো আওয়ামী লীগও

প্রশাসনকে দুষলো আওয়ামী লীগও

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দেশের বিভিন্ন উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও তার সমর্থকদের ওপর রাজনৈতিক ও প্রশাসনিক আক্রমণ হয়েছে বলে দাবি করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচটি ইমাম।

তিনি বলেন, ‘প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করেছে বলেই আমাদের প্রার্থীদেরও রেহাই দেয়নি।’

শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা ইমাম বলেন, ‘আমরা কোনো স্থানে হস্তক্ষেপ করিনি। করলে ম্যাজিস্ট্রেটদের বদলি করাসহ অনেক কিছুই করতে পারতাম।’

গত দুই পর্বের উপজেলা পরিষদ নির্বাচনের তথ্য তুলে ধরে এইচটি ইমাম বলেন, ‘প্রথম পর্বের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা মোট ৫৪ শতাংশের বেশি ভোট পায়। দ্বিতীয় পর্বে প্রায় ১ কোটি ভোটের মধ্যে ৫৩ লাখের বেশি ভোট আওয়ামী লীগের পক্ষে পড়েছে।’

তিনি বলেন, ‘বিএনপি দাবি করে উপজেলা নির্বাচনের মাধ্যমে তাদের জনপ্রিয়তা বেড়েছে। কিন্তু হয়েছে উল্টোটা। জনপ্রিয়তা, জনসমর্থন বেড়েছে আওয়ামী লীগের।’ ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশের পর থেকে একের পর এক সহিংস ঘটনার কারণে বিএনপির জনসমর্থন কমেছে বলেও জানান ইমাম।

এক প্রশ্নের জবাবে ইমাম বলেন, ‘জনসমর্থন বাড়লেও সাংগঠনিক দুর্বলতার কারণে আমরা বিএনপির চেয়ে কম উপজেলায় জিতেছি। ক্ষমতাসীন দলের পক্ষে একাধিক প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাও স্বাভাবিক। তবে আগামী পর্বে আরো বেশি একক প্রার্থী নিশ্চিত করার ব্যবস্থা করা হবে।’

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে দাবি করে ইমাম বলেন, ‘নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলেই কোথাও কোনো উপজেলায় নির্বাচন স্থগিত রাখতে হয়নি। ৫ হাজার ৪৪৪টি কেন্দ্রের মধ্যে মাত্র ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রাখতে হয়েছে।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আমিনুল ইসলাম আমিন, এসএম কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদও বলেছেন, ‘তৃতীয় ধাপে ৮১টি উপজেলা নির্বাচনের অধিকাংশ স্থানেই প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে জাল ভোট দিচ্ছে। পুলিশ ও র‌্যাব ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএনপি সমর্থিত প্রার্থীকে ভোট না দিতে ও ভোট কেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছে। বিএনপি প্রার্থীর এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হচ্ছে।’

ডিআইজি, পুলিশ ও নির্বাচন কমিশন সরকারি দলীয় সমর্থিত প্রার্থীদের পক্ষে কাজ করছে বলেও অভিযোগ করেন তিনি। বাংলামেইল২৪ডটকম