শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > নতুন জার্সিতে বাংলাদেশ

নতুন জার্সিতে বাংলাদেশ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ অনুশীলন ম্যাচ হলেও গতকাল ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম মিশন। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে এতদিন বাংলাদেশ জাতীয় দলকে যে জার্সিতে দেখা যেত সেই জার্সিতে দেখা গেল না মুশফিকুর রহীমের বাহিনীকে। ডিজাইনার সেজান লিংকের নতুন ডিজাইনে করা আরও রঙিন সার্জিতে ঘরের মাঠে টি- টোয়েন্টি মিশন শুরু করেছে টাইগাররা। ‘জার্সি উৎসব’ রিয়েলেটি শোতে সেজান প্রথম হয়েছিলেন। আর সেখান থেকেই বাংলাদেশ দলের নতুন জার্সি বানানোর ভূত ছিল তার মাথায়। শেষ পর্যন্ত তিনি বিসিবি’র সহয়োগিতায় সেই জার্সিও তৈরি করে ফেলেন। আগের জার্সির সঙ্গে বর্তমান জার্সির পার্থক্য কি? এই বিষয়ে সেজান বলেন, ‘কোয়ালিটি। আমরা এই জার্সি বানাতে জোর দিয়েছিলাম কোয়ালিটির দিকেই। বিশ্বের বড় বড় দেশগুলো যে আন্তর্জাতিক মানের জার্সি তৈরি করে আমরা সেই সব মান ও নিয়ম রক্ষা করেই এই জার্সি তৈরি করেছি।’
নতুন এই জার্সিতে লাল আর সবুজকে আরও ঔজ্জ্বল্য দেয়া হয়েছে। ব্যবহার করা হয়েছে রঙের। এ বিষয়ে ডিজাইনার সেজান বলেন, ‘যেহেতু টি- টোয়েন্টি বিশ্বকাপ তাই আমরা জার্সিকে বেশি রঙিন করেছি।’ তবে এই নতুন জার্সি এখনই পাবে না সাধারণ ক্রিকেটপ্রেমীরা। কারণ রেপ্লিকা তৈরি করে বাজারে বিক্রি করার অনুমতি মিলেনি জার্সি নির্মাতা প্রতিষ্ঠান টেক্সওয়েভের। অন্যদিকে আগের সাধারণ জার্সির তুলনায় এবারের নতুন জার্সির দাম অনেকটাই বেশি। দামের বিষয়ে সেজান জানান, ‘বাংলাদেশের টাকায় একেকটি জার্সির মূল্য হবে ২৫শ’ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত।’