শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > পুলিশ বাধাঁ দিয়েছে মহিলা দলের র‌্যালিতে

পুলিশ বাধাঁ দিয়েছে মহিলা দলের র‌্যালিতে

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের র‌্যালিতে বাধা দিয়েছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ১০টায় নয়া পল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী দিবস উপলক্ষে র‌্যালি শুরু করলে পুলিশ তাতে বাধা দেয়।

এসময় সংগঠনের সভানেত্রী নুরী আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে সমবেত হলে পুলিশ তাদেরকে কার্যালয়ের ভেতরে ঢুকিয়ে দেয়ার চেষ্টা করে। এ নিয়ে নেতাদের সঙ্গে পুলিশের বাকবিতন্ডাও হয়।

র‌্যালি করতে না দেয়ার প্রতিবাদে পুলিশ বেষ্টনীর মধ্য থেকে মহিলা দলের কর্মীরা বিক্ষোভ করে।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যাপক পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কাছাকাছি অবস্থান করছে জল কামানের গাড়ি ও প্রিজন ভ্যান।

সকাল ১০টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কার্যালয়ে এসে পৌঁছলে পুলিশের সঙ্গে এ বিষয়ে কথা বলেন। মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার (এডিসি) আসাদুজ্জামানের কাছে কেনো শোভাযাত্রা করতে দেয়া হবে না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাদের কাছে কোনো অনুমতিপত্র মহানগর পুলিশ কমিশনার থেকে আসেনি। পরে মির্জা ফখরুল কার্যালয়ের ভেতরে চলে যান।

মহিলা দলের বিক্ষুব্ধ কর্মীরা কার্যালয়ের প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তারা ‘আন্তর্জাতিক নারী দিবস সফল হউক, সফল হউক’, ‘বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে’, ‘নারী দিবসের র‌্যালিতে বাধা দেয়া, চলবে না চলবে না’, ‘পুলিশ দিয়ে আন্দোলন, দমন করা যাবে না, যাবে না’, খালেদা জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে’ ইত্যাদি শ্লোগান দিতে থাকে।

মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা জানান, এটা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি। এজন্য মহানগর পুলিশের কাছে চিঠিও দেয়া হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার মহিলা দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল সাড়ে ১০টায় নয়া পল্টনের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করবে। এটি উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।