বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > চুয়াডাঙ্গায় বন্দুকযুদ্ধে নিহত ১

চুয়াডাঙ্গায় বন্দুকযুদ্ধে নিহত ১

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির এক আঞ্চলিক নেতা নিহত হয়েছেন।

দামুড়হুদা থানার ওসি আহসান হাবিব জানান, বুধবার রাত ৩টার দিকে চারুলিয়ার কানাইবাবুর আমবাগানের কাছে এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশকে লক্ষ্য করে ছোড়া বোমায় দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে জানান তিনি ।

ওসি বলেন, নিহত কাশেম (৩৫) ওরফে মেকুর কাশেম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তিনি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমান্ডার ছিলেন।

“তার বিরুদ্ধে দামুড়হুদাসহ অন্যান্য থানায় অপহরণ, হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।”

কাশেমের বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বোয়ালমারি গ্রামে।

ওসি হাবিব বলেন, “মঙ্গলবার গভীর রাতে ওই আমবাগানে ১০/১২ জন চরমপন্থী গোপন বৈঠক করছিল খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে তিনটি বোমা ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। গোলাগুলির সময় মারা যায় কাশেম।”

তার লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বোমায় আহত এসআই নিয়াজ আলী (৩৮) ও কনস্টেবল খায়রুল ইসলামকে (৪৫) দামুড়হুদার চিৎলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি দেশি বন্দুক, চারটি গুলি, চারটি বোমা উদ্ধার করেছে বলেও জানান ওসি।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান বুধবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।