রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ২০

বিএনপি অফিসে হামলা-ভাঙচুর, আহত ২০

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মনপুরা উপজেলা বিএনপির অফিসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। এতে আহত হয়েছে কমপক্ষে ২০ জন।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো মুহূর্তে সংঘর্ষে আশঙ্কা করছে এলাকাবাসী।

বিএনপি নেতাদের অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালায়।

মনপুরা উপজেলা বিএনপি সভাপতি বাচ্চু চৌধুরী জানান, সন্ধ্যার পর যুবলীগ ও ছাত্রলীগ নির্বাচনী মিছিল বের করে। এসময় মিছিলকারীরা হঠাৎ করেই হাজিরহাট বাজারে উপজেলা বিএনপির অফিসে ঢুকে পড়ে। তারা হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় হামলায় আহত হয় মৎস্য দলের সভাপতি আবু মাঝি, সাধারণ সম্পাদক মোস্তফা, শ্রমিকদল সভাপতি রফিক, ছাত্রদল সভাপতি আল আমিন, ছাত্রদল নেতা নুরে আলমসহ ২০ জন।

বিএনপির অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিনা চৌধূরী জানান, ছাত্রলীগ-যুবলীগ শান্তিপূর্ণ মিছিল করেছে। তিনি বলেন, বিএনপি অফিস থেকে তাদের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির কর্মীরা। এতে ছাত্রলীগের দুই কর্মী আহত হয়। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদুর রহমান জানান, সামান্য একটু উত্তেজনা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বাংলামেইল২৪ডটকম