কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি ॥ কাপাসিয়ায় ভোটকেন্দ্রের ভিতর প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে তুহিন সিকদার নামে এক ভুয়া সাংবাদিককে জেল জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে উপজেলার চাঁপাত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেটকেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
সাংবাদিক হিসেবে কোনো পরিচয়পত্র ও গাড়ির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আনম বদরুজ্জামান আটক তুহিনকে ১৫ দিনের জেল ও অনাধায়ে ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
জানা যায়, বুধবার দুপুরে ওই ব্যক্তি নির্বাচন কমিশনের স্টিকার ও নাম্বার বিহীন একটি মোটরসাইকেল নিয়ে উপজেলার দুগাপুর ইউনিয়নের ১০৬নং চাঁপাত সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান। কেন্দ্রের বিভিন্ন বুথেও প্রবেশ করেন তিনি। এসময় উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও কেন্দ্রের প্রিসাইডিং অফিসারক কথিত ওই সাংবাদিককে চ্যালেঞ্জ করেন।
সাংবাদিক নামধারী তুহিন কোনো পরিচয়পত্র ও গাড়ির কোনো বৈধ কাগজপত্র না দেখাতে পারায় তাকে ওই দণ্ড দেয়া হয়।