শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রচারণায় মুশফিক সালমা

টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রচারণায় মুশফিক সালমা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রচারণার জন্য বাংলাদেশের জাতীয় পুরুষ দলের অধিনায়ক মুশফিকুর রহিম ও নারী দলের অধিনায়ক সালমা খাতুনকে আইসিসিরি বিশেষ দূত হিসেবে বেছে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। সোমবার আইসিসি এ তথ্য জানায়।

আগামী ১৬ মার্চ থেকে বাংলাদেশে শুরু হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রচারণায় জন্য কাজ করবেন তারা। মুশফিক ও সালমা ছাড়াও এতে থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, তামিম ইকবাল ও নাসির হোসেন। নারী দল থেকে সালমা ছাড়াও আয়েশা রহমান আইসিসির দূত হয়েছেন।

বিশ্বকাপের প্রচারণার জন্য বিশ্বকাপের ট্রফি ট্যুরের পাশাপাশি জমজমাট এ প্রতিযোগিতার প্রচারণার জন্য বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তারা। আইসিসির নতুন দায়িত্ব পেয়ে জাতীয় দলের অধিনায়ক মুশফিক বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের স্বাগতিক হিসেবে অনেক মূল্যায়ন করা হয়েছে। যা বাংলাদেশে ক্রিকেটের জনপ্রিয়তার কথাই আমাদের মনে করিয়ে দেয়।’

বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা বলেন, ‘এই টুর্নামেন্টের দূত হিসেবে একটি বার্তাই আমি দিতে চাই। ইতিবাচক মনোভাব নিয়ে বাংলাদেশের মেয়েরা যে কোনো কিছু অর্জন করতে পারে।’