নুর-আমিন ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
বাংলায় প্রবাদ রয়েছে,‘দুধ-কলা দিয়ে কালসাপ পোষা’।সেই প্রবাদটির প্রতিফলন ঘটেছে। দিনাজপুরের খানসামা উপজেলায় নিজের পোষা গোমা (গোখরা) সাপের কামড়ে প্রাণ গেলো শাকিল ইসলাম (৩১) নামে এক যুবক মাহান (গুনিকের)।তিনি উপজেলার খামারপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের গারপাড়া পেশার মেম্বার পাড়ার ফরমাজ আলীর বড় ছেলে।
গত মঙ্গলবার (২২ এপ্রিল ) বিকেলে তার মৃত্যু হয়েছে।এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়,শাকিল মাহান (গুনিকের) পাশাপাশি বিভিন্ন সাপ নিয়ে খেলা করতেন।গত রমজান মাসের কয়েকদিন আগে এই গোমা (গোখরা) সাপটি ধরে বাড়িতে নিয়ে আসে।গত মঙ্গলবার দুপুরে তার পোষা সেই সাপটি কামড় দেয়।প্রথমে শাকিল বিষয়টি কাউকে জানাননি,নিজে নিজে সাপটির বিষ নামানোর চেষ্টা করে।পরে পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে অন্য আরেক গুনিকের কাছে নিয়ে যায়।সেই গুনিকেও সাপের বিষ নামাতে না পারায় ও খুব বেশি অসুস্থ হয়ে পড়লে দিনাজপুরের সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক শাকিলকে মৃত্যু ঘোষণা করেন।
পরে এই মৃত্যু শাকিলকে নিয়ে ঘটতে চলছিলো এক অলৌকিক ঘটনা।তাকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসলেও পরিবারের ধারণা তার জীবন ফিরে আসবে।এ বিশ্বাসে রাতে আবারও গুনিক ও ওঝা নিয়ে ঝারফোক করেন।এ ঘটনা দেখতে এলাকায় উৎসুক জনতার ভিড় লাগে।অবশেষে বুধবার সকাল ১০:০০ টায় তার জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।আরও জানা যায়,এরআগেও তাকে ঐ সাপটি কামড় দিয়েছিলো,কিছু হয়নি।কিন্তু এদিন সেই সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে।শাকিলকে কামড় দেওয়া সাপটিকে মেরে ফেলে দিয়েছে উৎসুক জনতা।খামারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক চৌধুরী বলেন,আমি শাকিলকে দীর্ঘদিন থেকে জানতাম মাহানগিরি (গুনিকের) করে।আমি তার দ্বারায় মৌমাচির চাকও কেটে নিয়েছিলাম।বিভিন্ন সময়ে তাকে সাপ নিয়ে খেলা করতে দেখা যেতো।মঙ্গলবার রাতে সেই খেলার সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।